রায়ের পর দুই মন্ত্রীর স্বপদে থাকার নৈতিক কোন অধিকার নেই: ফখরুল
প্রকাশিত : ১৯:০২, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১০, ২৭ মার্চ ২০১৬
আদালতের রায়ের পর দুই মন্ত্রীর স্বপদে থাকার নৈতিক কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপিল বিভাগের রায় ঐতিহাসিক বলেও মনে করেন তিনি। এদিকে ইন্টারপোলের তালিকা থেকে তারেক রহমানের নাম বাদ পড়াই তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত প্রমাণ করে বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
প্রধান বিচারপাতি এবং বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করায় দুই মন্ত্রীর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের রায়ের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ম মহাসচিব। দুই মন্ত্রীর নিজে থেকে সরে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি।
এর আগে নয়া পল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব জানান, তারেক রহমানের সম্পর্কে সব তথ্য বিশ্লেষন করে ১৪ই মার্চ ইন্টারপোলের তালিকা থেকে তার নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গনমাধ্যেমে প্রচারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনী লড়াইয়ে নামারও কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
প্রেসক্লাবে অপর অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকারের কারনেই তনু হত্যাকান্ড ধামাচাপা পরবে। নারীদের প্রতি সহিংসতা রোধে প্রধানমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তারা।
আরও পড়ুন