ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রিও অলিম্পিকের দশ হাজার মিটার দৌঁড়ে স্বর্ণ জিতেছে মো ফারাহ

প্রকাশিত : ১০:২৮, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:২৮, ১৪ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকের দশ হাজার মিটার দৌঁড়ে স্বর্ণ জিতেছে ব্রিটেনের মো ফারাহ। প্রথম ব্রিটিশ ফিল্ড ও ট্র্যাক অ্যাথলেট হিসেবে পর পর তিন অলিম্পিকে স্বর্ণ জিতলেন তিনি। ২৪টি স্বর্ণ, ১৮টি রৌপ্যসহ মোট ৬০টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ১৩ স্বর্ণসহ ৪১ পদক নিয়ে চীন আছে দ্বিতীয় স্থানে। ১০ স্বর্ণে ব্রিটিশদের অবস্থান তৃতীয়। পুরুষদের ১০ হাজার মিটার দৌঁড়ে লন্ডনের পর রিওতেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ব্রিটিশ অ্যাথলেট মো ফরাহ। দৌঁড়ের এক পর্যায়ে মাটিতে পড়ে গেলেও শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলেন তিনি। পরপর তিন অলিম্পিকে ১০ হাজার মিটারে স্বর্ণ জয়ী প্রথম ব্রিটিশও মো ফারাহ। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে যুক্তরাষ্ট্রে ম্যানুয়েল সিমনের চেয়ে দুই সেকেন্ড সময় কম নিয়ে প্রথম হয়েছেন ডেনমার্কের পেরনিল ব্লোম। এই ডেনিশ সময় নিয়েছেন ২৪ দশমিক শূন্য সাত সেকেন্ড। পুরুষদের দেড় হাজার মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছে ইতালি। ১৪ মিনিট ৩৪ দশমিক পাঁচ সাত সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন পার্তিনিয়ারি গ্রেগরী। এ ইভেন্টে রৌপ্য পেয়েছেন মার্কিন সাঁতারু জায়েগার কর্নার। পুরুষ ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন জার্মানির ক্রিস্টিয়ান রেইজ। রৌপ্য জিতেছে ফ্রান্স আর চীন পেয়েছে ব্রোঞ্জ। আর পুরুষ নৌকা বাইচে জার্মানীকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছে ব্রিটেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি