ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রিও অলিম্পিকের সাঁতারে ২ বিশ্ব রেকর্ড

প্রকাশিত : ১৫:৩৪, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ৭ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকের প্রথম দিনে সাঁতারেই দুটি বিশ্ব রেকর্ড হয়েছে। মহিলাদের চার গুনিতক একশ মিটার রিলেতে বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। আর ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রেকর্ড গড়েছেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। এখন পর্যন্ত ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। হাঙ্গেরি দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র তৃতীয় অবস্থানে রয়েছে। রিও অলিম্পিকের প্রথম দিনেই দুটি বিশ্ব রেকর্ড হয়েছে। দুটিই আবার সাঁতারে। মেয়েদের ৪০০ মিটার ব্যাক্তিগত মিডলেতে রেকর্ড গড়েন হাঙ্গেরির কাতিনকা হোসসু। চার মিনিট ২৬ দশমিক তিন ছয় সেকেন্ড সময় নেন তিনি। এর আগে অলিম্পিকের এবারের আসরের প্রথম বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। মহিলাদের চার গুনিতক একশ’ মিটার রিলেতে স্বর্ণ জেতেন অস্ট্রেলিয়ান সাঁতারুরা। পুরুষ ৪০০ মিটার ফ্রি-স্ট্রাইলের স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার মাচ হর্টন। সময় নিয়েছেন ৩ মিনিট ৪১ দশমিক পাঁচ পাঁচ সেকেন্ড। আর পুরুষ ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে যুক্তরাষ্ট্রের চেস কালিজকে পেছনে ফেলে স্বর্ণ ছিনিয়ে নিয়েছেন জাপানের কোসুকি হাজিনো। স্বদেশি ডাইয়া সেটো পেয়েছেন ব্রোঞ্জ। অলিম্পিক ইতিহাসে ভিয়েতনামকে প্রথম স্বর্ণ এনে দিয়েছে সুয়ান ভিং হোয়াং। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সেরা হন এই শ্যুটার। মেয়েদের ৪৮ কেজি ভারোত্তলনে স্বর্ণ জিতেছেন থাইল্যান্ডের সোপিতা। আর জুডো থেকে অলিম্পিকে আর্জেন্টিাকে প্রথম স্বর্ন এনে দিয়েছেন পাওলো পারেতো। এদিকে, পুরুষ সাইক্লিংয়ে স্বর্ণ জিতেছেন বেলজিয়ামের গ্রেগ ভ্যান। রিও অলিম্পিকের ডোপিং কেলেংকারিতে বিধ্বস্ত রাশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন বেসলান মুদ্রানোভ। পুরুষ-৬০ কিলোগ্রাম জুডোতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি