রিক্সার জটলায় নাকাল নগরবাসী (ভিডিও)
প্রকাশিত : ১৬:১৮, ২৫ আগস্ট ২০২৩
রাজধানীর অলিগলি থেকে বড় রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে লাখো রিক্সা আর হাজার হাজার মোটরবাইক। সড়কের মাঝখানে কারণ ছাড়াই দাঁড়িয়ে থাকায় প্রতিনিয়ত যানজটে নাকাল নগরবাসী।
ফ্লাইওভার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হয়েছে মেট্রোরেল। বেড়েছে রাস্তার পরিধিও। তারপরও কমেনি রাজধানীর যানজট।
কী সকাল কী সন্ধ্যে কিংবা রাতের প্রথম প্রহর। এভিনিউগুলোর মাঝখানে দিব্যি দাঁড়িয়ে থাকে রিক্সা, মোটরবাইক, সিএনজিসহ বিভিন্ন ধরণের যান।
একজন যাত্রী বলেন, “যেকোনো সময় ডানে বামে হুট করে থামায় ফেলে অটো-রিক্সা।”
এদিকে একজন বাস চালক বলেন, “রিক্সা অটো খুব বিরক্ত করে ফেলে, রাতে আমরা গাড়ি চালাইতে গেলে তখন হুট করে রানিং গাড়ির সামনে দিয়ে ঘুরায়।”
এ অবস্থায় রিক্সার জন্য আলাদা লেনের দাবি জানালেন পথচারীরা।
কোনো ধরণের কারণ ছাড়াই গলির মুখ আটকে থাকে অসংখ্যা রিক্সা। কোথাও আবার খোদ রাস্তার ওপর টেম্পু স্ট্যান্ড। আবার সামনে ফাঁকা রাস্তা তারপরও বাসের দুই ড্রাইভারের মজা-মাস্তির কারণে জটের ধকলে নগরবাসী।
রিক্সার চাঁদাবাজিও রয়েছে বলে জানালেন একজন রিক্সা চালক। আর পধচারীরা বলছেন যা রিক্সা চলে তার তিন ভাগের দুই ভাগই অবৈধ।
নগরের জনপ্রতিনিধিরা বলছেন, অবৈধ রিক্সা নিত্যকার জীবনের জন্য বিশাল এক প্রতিবন্ধকতাও বটে।
ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ফরিদুর রহমান জানান ঢাকায় তিন লাখ রিক্সা চলাচলের হিসাব থাকলেও আসলে চলছে দশ লাখ। তিনি বলেন “ঢাকার অনুমোদোনহীন রিক্সাগুলোকে একটা হিসাবের আওতায় আনবো, চালকদের মানবিক দিক মাথায় রেখেই আমরা এই ব্যবস্থা নিবো।”
বিভিন্ন ধরণের যান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় ১০ মিনিটের পথ পেরুতে সাধারণের লাগছে দু’ঘন্টা। ভূক্তভোগীদের অভিযোগ, লক্ষ লক্ষ অবৈধ রিক্সা আর মোটরবাইকের যন্ত্রণা নিত্যকার জীবন অতীষ্ঠ করে তুলেছে।
এসবি/
আরও পড়ুন