ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

রিজভীর সুবিন্যস্ত অশোভন বক্তব্য ভব্যতার সীমা ছাড়িয়ে: হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১৯ জুলাই ২০১৮

বিএনপি সকাল-বিকাল সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, রিজভী আহমেদ সুবিন্যস্ত অশোভন ভাষায় যে বক্তব্য রাখেন তা রাজনৈতিক শালীনতা ও ভব্যতার সীমা অতিক্রম করে।

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।   

হাছান মাহমুদ বলেন, দেশে গণতন্ত্র আছে বিধায় বিএনপি রোজ তাদের রাজনৈতিক কার্যালয়ে এবং প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অগণতান্ত্রিক এবং অশোভন ভাষায় সরকার এবং সরকারের নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছে।

সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করার নিন্দা জানান হাছান মাহমুদ। বলেন,রিজভী আহমেদ সুবিন্যস্ত অশোভন ভাষায় বক্তব্য রাখেন এবং যেভাবে বিষোদগার করেন তা রাজনৈতিক শালীনতা ও ভব্যতার সীমা অতিক্রম করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি