ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভ চুরির আরো এক কোটি ডলার ফেরত দেবেন বিতর্কিত ব্যবসায়ী কিম অং

প্রকাশিত : ১৯:১৭, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:১৭, ৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে আরো এক কোটি ডলার ফেরত দেবেন বিতর্কিত ব্যবসায়ী কিম অং। ফিলিপাইনের ক্যাসিনো সোলাইরিতে গচ্ছিত এবং পারিবারিক ব্যবসায় থাকা ওই অর্থ ফেরত দেয়ার কথা জানিয়েছেন তার ছেলে। এদিকে, চুরি যাওয়া বাকি অর্থও বাংলাদেশকে ফেরত দিতে মানি এক্সচেঞ্জ ডিলার ফিলরেম এবং ক্যাসিনোগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিপাইনের ব্লু রিবন সিনেট কমিটি। bb philipineবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নাম উঠে আসার পর থেকেই আলোচনায় ব্যবসায়ী কিম অং। গেলো মঙ্গলবার ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে চুরি করা অর্থের কিছু অংশ ফেরত দেয়ার প্রতিশ্র“তি দেন তিনি। সে’অনুযায়ি ৪৬ লাখ ডলার ফেরত দেন বিতর্কিত এই ব্যবসায়ী। এছাড়া, ফিলিপাইনের সবচেয়ে বড় ক্যাসিনো সোলাইরিতে গচ্ছিত এবং পারিবারিক ব্যবসায় থাকা আরো এক কোটি ডলার ফেরত দেয়ার কথা জানিয়েছেন কিমের ছেলে কেভিন। অর্থ ফেরত দিলেও কিম তদন্তের বাইরে যেতে পারবে না বলে দেশটির সংবাদমাধ্যম ইনকোয়ারারকে জানিয়েছে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। এছাড়া, চুরি হওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দিতে মানি এক্সচেঞ্জ ডিলার ফিলরেম এবং ক্যাসিনোগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সিনেট কমিটি। ফিলিপাইনের প্রতি আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয়া প্রয়োজন বলেও জানান কমিটির সদস্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি