ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় আইনী পদক্ষেপ নিতে আজমালুল হোসেনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৯:১৪, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৪, ২৩ মার্চ ২০১৬

রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় আইনী পদক্ষেপ নিতে আজমালুল হোসেন কিউসিকে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি, ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা লেনদেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকল তথ্য উপাত্তসহ পাসপোর্ট সংরক্ষনেরও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমের প্রবেশিধাকারও কড়াকড়ি করা হয়েছে। রির্জাভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার লোপাটের পর পেরিয়ে গেছে প্রায় দুই মাস। এখনো স্পষ্ট নয়, ফেডারেল রিজার্ভ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক না ফিলিপাইন, কার অবহেলায় এত বড় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমস্ত আইনি দিক খতিয়ে দেখতে বুধবার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি আজমালুল হোসেন কিউসিকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার নতুন গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাত করেছে বানিজ্যিক ব্যাংকগুলোর সংগঠন বিএবি। বৈঠক শেষে সংগঠনের চেয়ারম্যান জানান, এটি আর্থিক খাতের জন্য বড় বিপর্যয়। তবে, গোটা অর্থনীতির উপর তেমন নেতিবাচক প্রভাব ফেলবে না। এদিকে, দুই মাসে ঘটনার কুল-কিনারা করতে না পারলেও, সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যম কর্মীদের ওপর কঠোর হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার প্রতিষ্ঠানটির কোন ভবনেই গনমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারেননি। ওদিকে, বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির ঘটনায় ক্ষমা চেয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক। রয়টার্স বলছে, বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের রির্জাভের অর্থ নিয়ে এবার শংকা প্রকাশ করেছেন খোদ যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য ক্যারোলিন ম্যালোনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি