ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিমান্ড শেষে কারাগারে ছাত্রদলের সাধারণ সম্পাদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর পল্টন থানার দুই মামলায় জিজ্ঞাসাবাদ শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। দুই মামলায় আটদিনের রিমান্ড শেষে আকরামুলকে সোমবার আদালতে হাজির করেন দুই তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. মজিবর রহমান এবং সোমেন কুমার বড়ুয়া। তারা এই ছাত্রদল নেতাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরামের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে গত ১৭ নভেম্বর পল্টন  মোড় থেকে আকরামুলকে গ্রেফতার করে পুলিশ।

পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক ওইদিন জানিয়েছিলেন, আকরাম পল্টন থানার দুই মামলায় পরোয়ানাভুক্ত আসামি। অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
পরদিন আকরামুলকে বিস্ফোরক আইনের মামলায় পাঁচ দিন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় তিন দিনের হেফাজতে পায় পুলিশ।

এদিকে সোমবার মতিঝিল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় আকরামুলের ১০ দিনের রিমান্ড চেয়ে একই আদালতে আবেদনে করেন তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম। আদালত আগামী ৩০ নভেম্বর রিমান্ড শুনানির দিন রেখেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি