ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২২ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় বকুল মিয়া নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় শুক্রবার (২২ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আতিকুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিককে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার আলাদা তিন হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বকুল মিয়া হত্যা মামলায় গত ১৩ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি