ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রিয়াদে একটি বাণিজ্যিক কেন্দ্রে আগুনে পুড়ে গেছে দুইশতাধিক দোকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৩:১৫, ২১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবের রাজধানী রিয়াদে’র বাথা এলাকার একটি বাণিজ্যিক কেন্দ্রে অগ্নিকান্ডে পুড়ে গেছে দুইশতাধিক দোকান। অধিকাংশ ক্ষতিগ্রস্ত বাংলাদেশী।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আগুনের সুত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটির নীচ তলার একটি দোকানে প্রথম আগুন লাগে। পরে তা দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় বহু দোকান। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া শতাধিক দোকানের মালিক বাংলাদেশী। গেল সপ্তাহেও একই ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটে।

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি