ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

রিয়াল-বার্সার সহজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২৩ জানুয়ারি ২০২৩

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় গেটাফে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে রইল বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে ২-০ গোলের জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের সঙ্গে দূরত্বটা বজায়ই রাখলো বার্সেলোনা। গেটাফের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে পেদ্রির একমাত্র গোলে জয় পেলো জাভি ফার্নান্দেজের শিষ্যরা। 

এদিকে, লিগে ভিয়ারিয়ারে কাছে হারের পর কোপা দেল রে’র ম্যাচেও ছন্দে ছিল না রিয়াল। এই ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে ফর্মে ফিরেছে দলটি। কমির বেনজেমা ও টুনি ক্রুসের গোলে বিলবাওয়েক ২-০ গোলে হারিয়ে জয়েল ধারা ফিরেছে কার্লো আনচেলত্তির দল। 

১৭ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৪৪ ও দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৪১।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি