ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিফা ক্লাব বিশ্বকাপ ড্র

রিয়ালের গ্রুপে নেইমারের আল হিলাল, কোন গ্রুপে মেসির মায়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রতে আগ্রহ ছিল ফুটবল সমর্থকদের।  ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্ট।যুক্তরাষ্ট্রের মায়ামিতে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপের ড্র। ড্রতে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি, তবে রিয়াল মাদ্রিদের সামনে আছে কঠিন প্রতিপক্ষ।

মায়ামিতে বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানে ছিলেন অনেক সাবেক ফুটবলার। ড্রয়ের আগে বার্তা দেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফিফা ক্লাব বিশ্বকাপের 'এ' গ্রুপে রয়েছে ইন্টার মায়ামি। মেসির গ্রুপের বাকি তিন দল হল—পালমেইরাস, পোর্তো এবং আল আহলি। মায়ামির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায় অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছে। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও ক্লাব বিশ্বকাপে ভালো কিছুই করতে চায় মায়ামি।

'এইচ' গ্রুপে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের তিন প্রতিপক্ষ হচ্ছে—সৌদি ক্লাব আল হিলাল, মেক্সিকান ক্লাব পাচুয়া এবং অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গ। এদিকে একই গ্রুপে পড়েছে ইউরোপের দুই পরাশক্তি জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটি। পিএসজি ও অ্যাতলেটিকো মাদ্রিদ রয়েছে গ্রুপ 'বি'-তে।  

আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। এটিকে ২০২৬ বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সেল’ হিসেবেও দেখা হচ্ছে।

ক্লাব বিশ্বকাপের ড্রয়ের পর ৮ গ্রুপ
গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।
গ্রুপ বি: পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।

গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।
গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি