ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রিয়ালের জালে ভালেন্তিনের চার গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৬ এপ্রিল ২০২৩

স্প্যানিশ লা লিগায় বড় অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। জিরোনার কাছে ৪-২ গোলে হেরে এই মৌসুমে শিরোপার আশা প্রায় শেষ অ্যানচেলত্তির শিষ্যদের। 

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ধারহীন খেলে লস ব্ল্যাঙ্কোরা। সেই সুযোগে আক্রমণের ঝড় তোলে জিরোনা। 

১২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেইয়ানোস। ২৪ মিনিটে তারই গোলে আরও এগিয়ে যায় জিরোনা। 

৪৬ ও ৬২ মিনিটে এই আর্জেন্টাইনের আরও দুই গোলে দিশেহারা হয়ে যায় রিয়াল মাদ্রিদ। ২১ শতকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে লা লিগায় রিয়ালের বিপক্ষে চার গোলের কীর্তি গড়লেন কাস্তেইয়ানোস। 

মাঝে দুই গোল শোধ দিয়ে শুধু হারের ব্যবধানই কমিয়েছে রিয়াল। ভিনিসিউস জুনিয়র ও লুকাস ভাসকেস রিয়ালের হয়ে গোল দুটি করেন।

যদিও এই ম্যাচে ছিলেন না পেটের অসুস্থতায় নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া ও পেশির চোটে ফরোয়ার্ড করিম বেনজেমা।

চলতি আসরে ৩১ ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া রিয়াল ৬৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। আর ৪১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে জিরোনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি