রুদ্রমূর্তির স্যামুয়েলসকে ফেরালেন রুবেল
প্রকাশিত : ১০:০৩, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:০৩, ১ আগস্ট ২০১৮
হাঁটুর ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি স্যামুয়েলস। তবে ইনজুরি পুরোপুরি না সারলেও হার্ট হিটার ব্যাটসম্যান ক্রিইস গেইলের জায়গায় নেমে দারুণ শুরু করেছিলেন। কাঁপিয়ে দিচ্ছিলেন টাইগারদের জয়ের স্বপ্ন। এমন সময় আবারও আঘাত আনলেন পেসার রুবেল হোসেন।
৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে উইন্ডিজরা। তবে সেখান থেকে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন স্যামুয়েলস। করেন ১৩ বলে ২৬ রানের এক বিধ্বংসী ইনিংস। এদিকে ১০ বলে ১০ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন আরেক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।
এর আগে ব্যাটিংয়ে নেমে টাইগাররা সংগ্রহ করেন ১৪৩ রান। তবে বৃষ্টিবৃঘ্নিত ম্যাচে ক্যারিবীয় ব্যাটসম্যানদের টার্গেট দাঁড়ায় ১১ ওভারে ৯১ রান। শেষ পর্যন্ত জয়ের দিকেই এগিয়ে টি-২০ বিশারদ উইন্ডিজরা।
এমজে/