ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রুবেলের চার উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:১১, ২৭ জানুয়ারি ২০১৮

মিরপুরে আজ শুধু রুবেল বন্দনা। একের পর এক শ্রীলংকান ব্যাটসম্যানকে আউট করছেন। সবশেষে মাদুশঙ্কাকে পরিস্কার বোল্ড করে দিলেন রুবেল। তখন শ্রীলংকার স্কোর ২১৯ নয় উইকেটের বিনিময়ে। খেলা চলছিল ৫০ তম ওভারের। রুবেল পেয়ে গেলেন চার চারটি উইকেট।

 এর আগে শ্রীলংকার ইনিংস টেনে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিলেন দিনেশ চন্ডিমাল। তার সঙ্গী সাথীরা আউট হয়ে যাচ্ছিল। কিন্তু মাটি কামড়ে ক্রিজে ঠায় দাঁড়িয়ে চন্ডিমল। অবশেষে আঘাত হানলেন রুবেল। পরিস্কার বোল্ড করে দিলেন চন্ডিমলকে।

চন্ডিমল আউট হয়ে যাওয়ার আগে ৪৫ রান করে যান। তখন দলীয় স্কোর ২০৯। ৪৮ তম ওভারের খেলা চলছিল।

এর আগে রুবেলের বলে সম্পূর্ণ পরাস্ত হন গুনারত্নে। আম্পায়ার আঙ্গুল তুলে দেখিয়ে দিলেন আউট। রিভিউে আবেদন করেও লাভ হলো হনা। গুনারত্নে যখন এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেন তখন শ্রীলংকার সংগ্রহ ১৮২ ছয় উইকেটের বিনিময়ে।

এর আগে রুবেলের বলটি উচিয়ে মেরেছিলেন পেরেরা। কিন্তু সেটি বেশি উচু হয়ে গিয়েছিল। সোজা গিয়ে পড়ল তামিমের হাতে। আর কী রেহাই আছে। দুই রানেই আউট পেরেরা।

৩৯ তম ওভারে ৫ উইকেটের পতন শ্রীলংকা দলের। দলের রান তখন ১৬৩। শ্রীলংকার শেষের দুটি উইকেট পরে মাত্র ৫ রানের ব্যবধানে।

এর আগে উপুল থারাঙ্গা ক্রমেই টাইগারদের কপালে ভাজ ফেলে দিচ্ছিলেন। হাফ সেঞ্চুরি তুলে দেখেশুনে খেলে বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিলেন। অবশেষে মুস্তাফিজের বলে পরিস্কার বোল্ড হয়ে পেরেন শ্রীলংকা দলের সবচেয়ে বড় স্কোরার। তার আগে ৯৯ বল খেলে ৫৬ রান করে ফেলেন থারাঙ্গা। তখন শ্রীলংকার স্কোর ১৫৮ রান।

এর আগে নিরোশান ডিকভেলাকে থামিয়ে জুটি ভাঙ্গেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তিনি উইকেট পেতে পারতেন আগের ওভারেই। মুশফিকুর রহিমকে কঠিন ক্যাচ দিয়ে বেঁচে যান উপুল থারাঙ্গা। পরের ওভারে আরেক বাঁহাতি নিরোশান ডিকভেলাকে ফিরিয়ে দেন এই অলরাউন্ডার।

এর আগে চওড়া ব্যাটে খেলতে থাকা মেন্ডিসকে ফেরান টাইগার অধিনায়ক। মাশরাফির বলে লং অনে দাঁড়িয়ে থাকা মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মেন্ডিস। ৯ বলে ২৮ রান করেন মেন্ডিস।

ম্যাচের শুরুতেই আঘাত হেনেছেন এই সিরিজে প্রথমবারের মতো দলে জায়গা পাওয়া মেহেদী মিরাজ। তৃতীয় ওভারেই দলীয় ৮ রানের মাথায় উইকেট হারায় শ্রীলংকা। মিরাজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন দানুশকা গুনাথিলকা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, শিহান মদুশঙ্কা, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।

সূত্র : ক্রিকইনফো।

/এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি