রুরাল হেলথে অ্যাওয়ার্ড পেলেন ডা. মাহতাব
প্রকাশিত : ১৮:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:০৯, ৪ ফেব্রুয়ারি ২০১৯

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ‘প্রাইমারি কেয়ার অ্যান্ড রুরাল হেলথ অ্যাওয়ার্ড ২০১৯’-এ ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল রুরাল হেলথ কনফারেন্সে তাকে এই পদক প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব ফ্যামিলি ফিজিশিয়ানস-এর রুরাল প্র্যাকটিস ওয়ার্কিং পার্টির চেয়ারম্যান ডা. জন উইন জোনস-ও একই পদকে ভূষিত হন।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বর্তমানে সাউথ এশিয়ান ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারণ সম্পাদক এবং ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের সহ-সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের নির্বাচিত সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ফোরামের সদস্যরা মাঠ পর্যায়ে কর্মরত চার হাজারের বেশি সরকারি চিকিৎসকে ভাইরাল হেপাটাইটিস সম্বন্ধে এরই মধ্যে প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি ফোরামের উদ্যোগে দেড়শ’র বেশি বেসরকারি জেনারেল প্র্যাকটিশনারকেও একই ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। লিভার রোগ সম্বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য তিনি বর্তমানে পল্লী চিকিৎসকদের সঙ্গেও কাজ করছেন। এছাড়াও তিনি লিভার রোগ সম্বন্ধে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন।
এসএইচ/