রুশ আঁতাতের ঘটনায় তদন্তের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প
প্রকাশিত : ১১:০০, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৪:২৩, ১৯ জুন ২০১৭
রুশ আঁতাতের ঘটনায় এবার তদন্তের মুখোমুখি হচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোষ্টের খবওে বলা হয়, গেল ৯ মে রুশ সংযোগ ইস্যুতে এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করার পর থেকেই বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অভিযোগে তদন্ত শুরু করেন বিশেষ কাউন্সিল রবার্ট মুলার। এ ঘটনায় ট্রাম্প ছাড়াও মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র প্রধানসহ ৫জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। যদিও এ নিয়ে এখনও কথা বলেননি রবার্ট মুলার। নির্বাচনের সময় রুশ সংযোগের ঘটনার তদন্ত প্রভাবিত করতেই এফবিআই প্রধান কোমিকে অপসারণ করা হয় বলে অভিযোগ ওঠে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।
আরও পড়ুন