ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

রুশ আঁতাতের ঘটনায় তোপের মুখে ওবামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৪, ১ জুলাই ২০১৭

মার্কিন নির্বাচনে রুশ আঁতাতের ঘটনায় ডেমোক্র্যাটিক দলের শীর্ষ নেতাদের তোপের মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসন।
স্থানীয় সময় রোববার দলীয় প্রতিনিধি অ্যাডাম চিফ বলেন, রাশিয়ার হ্যাকিংয়ের ব্যাপারে গেল ডিসেম্বরে ওবামা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও তা খুবই দুর্বল ছিল। এছাড়া এ ব্যাপারে পদক্ষেপ নিতেও ওবামা প্রশাসন অনেক দেরি করেছে বলেও অভিযোগ করেন তিনি। দলের অন্য নেতারাও রুশ ইস্যুতে ওবামা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। গতকালই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রুশ আঁতাতের ব্যাপারে বারাক ওবামা আগে থেকেই জেনেও কোন ব্যবস্থা নেননি।

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি