ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রুশ গ্রামে ইউক্রেনের হামলায় ২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ৩০ এপ্রিল ২০২৩

রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হয়েছে। 

ব্রায়ানস্ক ওব্লাস্টের গভর্ণর আলেকজান্ডার বোগোমাজ রোববার এ কথা জানিয়ে বলেছেন, দুদেশের মধ্যকার সীমান্তের সুজেমকা গ্রামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। 

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলায় দুর্ভাগ্যবশত দুই বেসামরিক লোক নিহত হয়েছে। 
তিনি আরো বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরো দুটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনে রাশিয়া তার অভিযান জোরদার করার এক সপ্তাহ পর সুজেমকা গ্রামে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি