ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রুশ ড্রোন হামলায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৫ মে ২০২৩

কিয়েভে রাশিয়ার সেনাদের নতুন করে ড্রোন হামলায় ভেঙ্গে পড়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 

রুশ ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের সামরিক প্রশাসন জানায়, এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে, কিয়েভ ছাড়াও খারকিভ এবং চেরনিভতসি শহরেও সতর্কতা জারি করা হয়েছে। 

প্রায় তিন চার ঘণ্ট ধরে চালানো ড্রোন হামলায় ধ্বংস হয়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ নিয়ে চলতি মাসেই ১২ বারের মতো কিয়েভে হামলা চালালো মস্কো।

এদিকে, কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ও পাইপলাইন লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। পাল্টা প্রতিরোধ গড়েছে রাশিয়াও।

মস্কোর দাবি, বিস্ফোরক বোঝাই তিনটি স্পিডবোট নিয়ে চালানো হয় এই হামলা। তবে রুশ যুদ্ধজাহাজ থেকে ছোড়া পাল্টা গোলায় ধ্বংস হয় যুদ্ধযানগুলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি