ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রুশ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ৩০ আগস্ট ২০২৪

ন্যাটোর জোটের দেশগুলোর দেওয়া যুক্তরাষ্ট্রের তৈরি ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সোমবার একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি ভূপাতিত হয়। এতে বিমানের পাইলট ওলেকসি মেস নিহত হয়েছেন। এ মাসের শুরুতে এসব যুদ্ধবিমান সরবরাহের পর প্রথম এ ধরনের ধ্ংসের ঘটনা ঘটলো। 

ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে। 

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি বিধ্বস্ত হয়নি। পাইলট তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হন। সামজিক মাধ্যমে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, পাইলট ওলেকসি মেস ভয়ঙ্কর রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনীয়দের রক্ষা করেছেন। দুর্ভাগ্যবশত তাকে জীবনের মূল্যে তা করতে হয়েছে। 

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য মোতায়েন করা হয়েছিল। সেটিই ধ্বংস হয়েছে। এ পরিস্থিতিতে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান  জেনারেল অন্ন ইচেলশেইম নিশ্চিত করেছেন যে, তারা ইউক্রেনকে ২৪টি যুদ্ধবিমান ও অস্ত্র সরবরাহ করবেন।

এএফপি জানায়, ইউক্রেনের সুমি শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। ইউক্রেনের শীর্ষ কমান্ডার অলেক্সান্দার সিরক্সি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের আরও গভীরে পৌঁছেছে তাদের বাহিনী। আরও দুই স্কয়ার মাইল এলাকা তারা নিয়ন্ত্রেণে নিয়েছেন। এ অবস্থায় আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গলিয়া সফর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে তার মঙ্গলিয়া যাওয়ার কথা রয়েছে।

কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি