ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রুয়াণ্ডা গণহত্যার শিকার ২০০ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ২৫ এপ্রিল ২০১৮

রুয়াণ্ডা গণহত্যায় সরকারি বর্বরতার শিকার ২০০ ব্যক্তির মৃতদেহ আবিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে একটি গণকবর থেকে তাদের উদ্ধার করা হয়। জানা যায়, গণকবরের প্রায় ৩০ মিটার নিচে থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। উদ্ধারগোষ্ঠী ইবাকোর প্রধান কাবাগামবির এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাবাগামবির বলেন, এখনো সেখানে তিনটি গণকবর রয়েছে। তবে গণকবরগুলোর উপর আবাস গড়ে উঠায় তা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকারী দলের একজন বলেন, ‘আমি বুঝতে পারছি না, হত্যার শিকার ব্যক্তিদের উদ্ধারে কেন এত দেরি হচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই গণকবরটিতে অন্তত ৩ হাজার জনেকে মাটি চাপা দিয়েছিল সরকার।

১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়াণ্ডার প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমান এক বিমান দুর্ঘটনায় নিহত হন। আর এ ঘটনার জেরে দেশটিতে শুরু হয় গণহত্যা। টুটসি সম্প্রদায়ের লোকদের উপর চালানো হয় গণহত্যা। মাত্র ১০০ দিনের নজিরবিহীন এ হত্যাকাণ্ডে অন্তত ১০ লাখ লোকের প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্র: শিনহুয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি