ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ১ সেপ্টেম্বর ২০১৯

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালন করা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রুয়েট)। এ উপলক্ষে রোববার সকালে রুয়েট প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ঢাকা-রাজশাহী মহাসড়কসহ রুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী, প্রীতি ক্রিকেট ম্যাচ, আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হয়।
 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, বিশ্ববিদ্যালয় দিবস-২০১৯ উদযাপন কমিটির সভাপতি এবং পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক ড. মিয়া মো. জগলুল সাদাত, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক ড. মো. ফারুক হোসেন,আইকিউএসি পরিচালক ড. মো.আবদুল গোফফার খান, রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ ড.মো.আলী হোসেন, রুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো. শামীমুর রহমান প্রমুখ।
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি