ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ৪ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাড়িতে গ্যাস লাইনের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলেন হাসুন বানু, তার স্বামী অলি আহমেদ, ছেলে ওমর ফারুক, মেয়ে সাহারা বেগম ও ভাই সোনাউদ্দিন।

দগ্ধের স্বজন ও পুলিশ জানায়, আহতরা আউখাবো এলাকার ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তাদের হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুটকির ব্যবসা করেন। তার মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন। রাতে তারা ওই বাড়ির একটি ফ্ল্যাটে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, ধারণা করা হচ্ছে সিলিন্ডার গ্যাসের পাইল লাইনের লিকেজ থেকে গ্যাস জমাট বেঁধে ছিল, এসময় দেশলাই অথবা কোন কিছু স্পার্ক করে রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে আগুন বেশিদূর ছড়ায়নি, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 

তিনি জানান, দুর্ঘটনার পরপরই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রূপগঞ্জের  ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে মধ্যরাতে শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে। 

বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে সোনা উদ্দিনের শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদের ৫৮ শতাংশ, হাসন বানুর ৪৬ শতাংশ, সাহেরা বেগমের  ৩০ শতাংশ ও ওমর ফারুকের শরীরের ১৫ শতাংশ
পুড়ে গেছে। 

দগ্ধদের মধ্যে ওমর ফারুক ছাড়া বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি