রূপনগরের বস্তির আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী ভবন ও মসজিদে
প্রকাশিত : ১০:৩২, ১১ মার্চ ২০২০ | আপডেট: ১২:৩২, ১১ মার্চ ২০২০
রাজধানীর রূপনগরে বস্তির আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী, রূপনগরের আগুন বস্তি ছাড়িয়ে এখন পার্শ্ববর্তী কয়েকটি বহুতল ভবন ও মসজিদে ছড়িয়ে গেছে। এছাড়া পুড়ে গেছে কয়েকশো ঘর। যত সময় যাচ্ছে আগুনের গতি তত বৃদ্ধি পাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানায়, আজ বুধবার (১১ মার্চ) সকালে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত এবং আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
এ বিষয়ে ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহত এবং আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়ে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আরও ৫টি ইউনিট আমাদের সঙ্গে যোগ দেয়। সবমিলিয়ে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট কাজ করছে। এছাড়াও তাদের সঙ্গে সাধারণ মানুষও যে যার মতো পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
আরও পড়ুন