রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন গোলাম মরতুজা
প্রকাশিত : ২৩:৩৮, ২১ জুন ২০১৮
সম্প্রতি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. গোলাম মরতুজা। পদোন্নতি পেয়ে তিনি এখন রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন।
তিনি ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সরাসরি সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন।
তিনি এর আগে উপ-মহাব্যবস্থাপক হিসেবে চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের জোনাল ম্যানেজার ছিলেন। অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সঙ্গে বৃহত্তর চট্টগ্রামের ও আর নিজাম রোড এবং আগ্রাবাদ করপোরেট শাখায় শাখা প্রধানের দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত প্রয়োজনে ফ্রান্স, ইতালী, বেলজিয়াম ও থাইল্যান্ড সফর করেন তিনি। দি লন্ডন স্কুল অব ফিন্যান্স এন্ড ব্যাংকিং থেকে সিডিসিএস সনদ অর্জন করেন। তার পৈতৃক নিবাস চট্টগ্রাম শহরের ৮ নং শুলকবহর ওয়ার্ডে। বিজ্ঞপ্তি
এমএইচ/ এসএইচ/
আরও পড়ুন