ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আর মাত্র দুইদিন পরই শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা। আর এই সিরিজে সাকিব আল হাসান দাঁড়িয়ে আছেন আরেকটি অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে।

দুই টেস্টে মাত্র মাত্র ৮টি উইকেট নিজের ঝুলিতে পুরতে পারলে টেস্ট ক্রিকেটে ৪০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন তিনি।

এই ক্লাবের সদস্য হিসেবে রয়েছেন ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যন্ডের ড্যানিয়েল ভেট্টরির মতো কিংবদন্তিতুল্য ক্রিকেটারের নাম। এই চারজনের মধ্যে শীর্ষে আছেন ক্যালিস।

১৬৬ টেস্ট খেলে প্রোটিয়া কিংবদন্তি করেছেন ১৩২৮৯ রান এবং শিকার করেছেন ২৯২টি উইকেট। দ্বিতীয় স্থানে থাকা ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব ১৩১টি টেস্টে ৫২৪৮ রানের পাশাপাশি ৪৩৪টি উইকেট নিয়েছেন।

এই তালিকার তৃতীয় স্থানে আছেন বোথাম। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ১০২টি টেস্ট খেলে করেছিলেন ৫২০০ রান। নিয়েছিলেন ৩৮৩টি উইকেট। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টরি। ১১৩টি টেস্ট খেলে তিনি ৪৫৩১ রান করেছেন, সেইসঙ্গে নিয়েছেন ৩৬২ উইকেট।

ইদানিং সাকিবের ব্যাটিংটা ভালো যাচ্ছে না। তবে বল হাতে তিনি দারুণ ছন্দে আছেন। পাকিস্তান সিরিজের পর ইংলিশ কাউন্টিতেও দুর্দান্ত বোলিং করেছেন।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে ৩৭ বছর বয়সি সাকিব আল হাসান করেছেন ৪৫৪৩ রান। উইকেট নিয়েছেন ২৪২টি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি