ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রেড ক্রিসেন্টের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম।

বুধবার সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ আবু জাফর ও এয়ার কমোডর (অব.) শাহে আলম, এনডিসি, পিএসসি। 

সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি উত্তোলন করেন রেড ক্রিসেন্ট পতাকা। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক, সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা।

মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সোসাইটির চেয়ারম্যান ডা. মো. আজিজুল ইসলাম বলেন, “স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতার সুফল পেতে সংগ্রাম চলমান রয়েছে। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা পূরণে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা কাজ করে যাবো। একইসাথে রেড ক্রিসেন্ট’র সুনাম পুনরুদ্ধারে আমরা সবাই নিবেদিত হয়ে কাজ করবো।” 

লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে রেড ক্রিসেন্টের অনুসঙ্গী হিসেবে দেশ ও জাতির জন্য কর্তব্য পালনে সকলকে পরামর্শ দেন সোসাইটির মহাসচিব ড. কবির। 

সোসাইটির সদর দপ্তরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সোসাইটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও যুব-স্বেচ্ছাসেবকরা। 

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন স্থানে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি