ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রেড ক্রিসেন্টের বেস্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সারাদেশের ৬৮টি ব্রাঞ্চের মধ্যে ৩টি ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চসহ ১১টি পুরস্কার প্রদান করেছে। এরমধ্যে মোস্ট আউটস্ট্যান্ডিং ব্রাঞ্চ ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে কিশোরগঞ্জ ব্রাঞ্চ। এছাড়া সার্ভিস ডেলিভারি এন্ড ইন্টারভেনশন ব্রাঞ্চ ক্যাটাগরিতে ৫টি ও ম্যানেজমেন্ট এন্ড গভার্নেন্স ব্রাঞ্চ ক্যাটাগরিতে ৫টি ব্রাঞ্চকে পুরস্কৃত করা হয়। এগুলো হলো রাজশাহী সিটি, চট্টগ্রাম সিটি, বগুড়া, লালমনিরহাট, বরগুনা, নেত্রকোণা, কুড়িগ্রাম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ব্রাঞ্চ। সোসাইটির কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নে ও ব্রাঞ্চের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমকে আরো এগিয়ে নিতে দ্বিতীয়বারের মত সেরা ব্রাঞ্চ পুরস্কার প্রদান করলো বিডিআরসিএস।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব। বিজয়ী ব্রাঞ্চগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পুরস্কার হিসেবে ব্রাঞ্চগুলোকে মোট ২৫ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ব্রাঞ্চ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের আওতায় সারাবছর সোসাইটির ব্রাঞ্চগুলোর কাজের মূল্যায়ন পর্যালোচনা করে এই পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সোসাইটির ব্রাঞ্চগুলোকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে উৎসাহ প্রদান করাই অ্যাওয়ার্ড প্রদানের মূল উদ্দেশ্য। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডিআরসিএস’র চেয়ারম্যান বলেন, “সারাদেশে ৬৮টি ব্রাঞ্চের মাধ্যমে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী মানবিক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি অনুসরণ করে আত্মনির্ভরশীল ও টেকসই জাতীয় সোসাইটি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রতিষ্ঠিত করতে সোসাইটির ব্রাঞ্চগুলোর সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরী। ব্রাঞ্চগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনে উৎসাহী করতে পুরস্কৃত করার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। ৬৮টি ব্রাঞ্চের মধ্যে সেরা ব্রাঞ্চ বাছাই ও পুরস্কার প্রদানের পুরো প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয় অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, ট্রেজারার এম এ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, আইএফআরসি, আইসিআরসি ও বিভিন্ন পার্টনার ন্যাশনাল সোসাইটি’র প্রধান ও প্রতিনিনিধিগণ। এসময় আরো উপস্থিত ছিলেন বিডিআরসিএস’র উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সহ সোসাইটির সকল ব্রাঞ্চের প্রতিনিধি, সেক্রেটারি, ইউনিট লেভেল অফিসার ও যুবপ্রধানগণ। 

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি