ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রেড ক্রিসেন্টের ম্যানেজিং বোর্ডের দুই পদে নতুন নেতৃত্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ১৪ নভেম্বর ২০২৪

ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম

ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে বোর্ড কর্তৃক দায়িত্ব প্রদান করা হয়।

ডক্টর জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় উর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউএসএআইডি এর বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দা চিলড্রেন - ইউএসএ, ওয়াটার এইড, একশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পরিচালক পদে কাজ করেছেন। 

ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী, ডক্টর জামিল আহমেদ, লোক প্রশাসন- স্থানীয় সরকার এবং গণমাধ্যম বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ২০১২ সালে অত্যন্ত সম্মানজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রদত্তদ আইজেন হাওয়ার ফেলোশিপ (ইউএসএ) অর্জন করেন।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট কর আইনজীবী এবং সামাজকর্মী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রিলাভের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। 

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার বিভিন্ন বিষয়ের মধ্যে সোসাইটির সার্বিক উন্নয়ন, সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ আসন্ন ৫২তম বার্ষিক সাধারণ সভা নিয়ে আলোচনা হয়।

/আআ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি