ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রেমিটেন্স সেবায় ইসলামী ব্যাংকের স্বর্ণপদক লাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২২ মে ২০১৭

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবাসী রেমিটেন্স আহরণে সর্বোচ্চ অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৭’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছ থেকে পদক গ্রহণ করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ব্যাংকিং-এর প্রধান মো. শফিকুর রহমান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, বিভিন্ন ব্যাংকের সিইও ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি