ঢাকা, রবিবার   ২৩ জুন ২০২৪

রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএমসহ ৩জনকে ৪ বছর করে কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৫৩, ২৭ এপ্রিল ২০১৭

নিয়োগ দুর্নীতির দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তিনজনকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ফুয়েল চেকার ও সহকারি কেমিস্ট পদে নিয়োগ দুর্নীতির মামলা দুটির রায় দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মোহাম্মদ রুহুল আমিন। মৃধা ছাড়া মামলায় অন্য দণ্ডপ্রাপ্তরা হলো- রেলের জেষ্ঠ্য ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান। ২০১২ সালের ৯ এপ্রিল ঢাকায় তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারি ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে পূর্বাঞ্চলের সাবেক এই জিএমের বিরুদ্ধে ১৪টি মামলা করে দুদক।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি