ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ২৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ রেলওয়ের  রানিং স্টাফরা। রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আশ্বাসে মঙ্গলবার দিবাগত রাত ২টার পর কর্মবিরতি থেকে সরে দাঁড়িয়েছে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। 

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছিলেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার সকালেও ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। অবশেষে

মঙ্গলবার দিনগত রাতে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে সমস্যার সমাধানে বৈঠক হয় রেল উপদেষ্টার সঙ্গে। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন।

বৈঠকের পর রাত আড়াইটার দিকে ব্রিফিং করে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, আমাদের সমস্যা বুধবারের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে ধর্মঘট বাদ দিচ্ছি। কর্মবিরতি প্রত্যাহার করলাম।

এর আগে বৈঠক থেকে বের হয়ে রাত ২টা ১৫ মিনিটে ফেসবুকে পোস্ট দিয়ে হাসনাত আবদুল্লাহ কর্মবিরতি প্রত্যাহার হয়েছে বলে জানান।

হাসনাত লিখেছেন, ‌‘রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি। এ বিষয়ে প্রেস কনফারেন্স রাত ২টা ৩০ মিনিটে।’


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি