ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রেলক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সাফল্য

আরিফা রহমান রুমা

প্রকাশিত : ২৩:৩৩, ২৭ জুলাই ২০২৩

গত সাড়ে ১৪ বছরে আওয়ামী লীগ সরকার ৭৪০ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ, ২৮০ কিলোমিটার মিটার-গেজ রেলপথকে ডুয়েল-গেজে রূপান্তর  এবং ১,৩০৮ কিলোমিটার রেললাইন পুনঃস্থাপন বা পুর্ননির্মান করেছে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ১২৬টি নতুন স্টেশন ভবন নির্মাণ, ২২৩টি স্টেশন ভবন পুনঃনির্মাণ, ৭৩২টি নতুন রেলসেতু নির্মাণ এবং ৭৭৪টি রেলসেতু  পুনঃনির্মাণ করা হয়েছে। 

এই সরকার ২০০৯ সাল থেকে ১১১টি লোকোমোটিভ, ৫৮৮টি যাত্রীবাহী গাড়ি ও ৫১৬টি ওয়াগন (পণ্য বহনের জন্য) সংগ্রহ করেছে।

বিভিন্ন রুটে ১৪৩টি নতুন ট্রেন চালু করা হয়েছে। 

নতুন আরো ৪৬টি ব্রড-গেজ লোকোমোটিভ, নতুন আরো ৪৬০টি ব্রড-গেজ যাত্রীবাহী কামরা, ১৫০টি নতুন মিটার-গেজ যাত্রীবাহী বগি, নতুন ১২৫টি আধুনিক লাগেজ ভ্যান ও ১ হাজার ৩১০টি নতুন ওয়াগন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সূত্র-আরিফা রহমান রুমার ফেসবুকে থেকে নেয়া। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি