ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রেললাইনে সমস্যা, দেরিতে ছাড়ছে ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২৭ আগস্ট ২০১৭

ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন তেজগাঁও স্টেশনের মাঝামাঝি স্টাফ রোডের রেললাইনে রোববার সকাল সাড়ে ৮টার পর থেকে সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যার কারণে কমলাপুর স্টেশন থেকে দেরি করে প্রতিটি ট্রেন ‍ছেড়ে যাচ্ছে।

তবে এর আগ পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ওই সময় পর্যন্ত ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে যায়।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, লাইন ডাউন হওয়ায় ট্রেন আসতে দেরি হচ্ছে। ফলে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যেতেও দেরি হবে। তিনি বলেন, এখন দুই লাইনের পরিবর্তে এক লাইনে ট্রেন চলাচল করছে। লাইন মেরামতের কাজ চলছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি