রেলের ভাড়া বাড়ানোর পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে : বাসদ
প্রকাশিত : ১৬:০৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:১৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬
রেলের ভাড়া বাড়ানোর পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ। একইসঙ্গে রেলপথ বাড়ানোর দাবি জানিয়েছে দলটি।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাসদ নেতারা এ’সব বলেন। বক্তারা অভিযোগ করেন, এর আগে প্রতিশ্র“তি দেয়া হলেও যাত্রী সেবার মান বাড়েনি। মানববন্ধন শেষে র্যালি নিয়ে রেল ভবন ঘেরাওয়ের জন্য গেলে, প্রেসক্লাবের সামনেই তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করেন বাসদের নেতাকর্মীরা।
আরও পড়ুন