ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রেলের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে মানুষ

প্রকাশিত : ১৫:১২, ১১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১২, ১১ সেপ্টেম্বর ২০১৬

রেলের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষেরা। ঘন্টার পর ঘন্টা টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে বাস যাত্রীদেরও। এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকাল দশটা। রাজধানির কমলাপুল রেলস্টেশনের প্রায় সব কটি প্লাটফর্মেই দাড়িয়ে আছে ট্রেন। ছাড়ছে না একটিও। রংপুর এক্সপ্রেসের যান্ত্রিক ত্রটিতে গোটা শিডিউলই উলোট-পালট। বাস টার্মিনালেও যাত্রীরা আছেন বাসের অপেক্ষায়। পরিবহন মালিকরা বলছেন, মহসড়ক ও ফেরিঘাটে যানজটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। সড়ক-মহাসড়কে যানজটের কথা স্বীকার করে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি