ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘রেস ৩’ ছবির সালমানের ফার্স্ট লুক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৩৯, ১৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আবারো দর্শক মাতাতে হাই-অকটেন গেটআপে হাজির হয়েছেন সালমান খান। ছবির নাম ‘রেস ৩’। অন্য রকম অ্যাকশন লুকে হাজির হচ্ছেন তিনি। রেমো ডি`সুজার এই হাই-ভোল্টেজ ছবিতে সালমানের সঙ্গে আরো আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, ববি দেওল, সাকিব সেলিম ও ডেইজি শাহ।

`রেস ৩`তে সালমানকে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ইতিমধ্যেই ছবিটিতে সালমান খানের ফার্স্ট লুক প্রকাশ করেছেন এই বলিউড সুপারস্টার। আজ এটি প্রকাশ করে সালমান তার ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, আসুন, এ সপ্তাহে আপনাদের `রেস ৩`-এর পরিবারের সাথে পরিচয় করিয়ে দিই......আমার নাম সিকান্দার। স্বার্থপরের জন্য নিঃস্বার্থ!

উল্লেখ্য, এটা ছবিটির প্রথম বা ফার্স্ট লুক পোস্টার। কালো শার্ট, পিনস্ট্রিপ ট্রাউজার, কাঁধে ব্লেজার, ইলেকট্রিক ব্লু টাই আর একজোড়া কালো সানগ্লাস পরে সামনে এসেছেন সালমান। আর এতেই অপেক্ষা আরো বেড়েছে তার ভক্তদের। 

টিপস ফিল্মস-এর ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। আর এর প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস ও রমেশ তরানি। ছবিটি এ বছরের ঈদে মুক্তি পাবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি