ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেসিপি: লেমন চিকেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

স্বাদ বদলের জন্য কত আর রেস্তোরাঁয় যাবেন! তাই মুখ বদলাতে ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো পদ। আজ শিখে নিন রেস্তোরাঁর মতো লেমন চিকেন বানানোর সহজ কৌশল। চিকেনের সঙ্গে লেবুর টক-মিষ্টি স্বাদ... এক কথায় তোফা!

লেমন চিকেন বানাতে লাগবে

১. চিকেন ১ কেজি

২. পেঁয়াজ কুচি ১ কাপ

৩. আদা বাটা ১ টেবিল চামচ

৪. গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ

৫. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

৬. কাঁচামরিচ বাটা ১ চা চামচ

৭. দই ১ টেবিল চামচ

৮. লেবুর রস ৩ টেবিল চামচ

৯. লবণ, চিনি স্বাদমতো

১০. তেল ১ কাপ

১১. ঘি ১ টেবিল চামচ

১২. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

লেমন চিকেন বানানোর পদ্ধতি

চিকেন, গোলমরিচ, লেবুর রস ও লবণ দিয়ে অন্তত ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। প্যানে তেল গরম হলে মেখে রাখা চিকেন ভেজে নিন হালকা বাদামি করে। চিকেন তুলে তেলে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে কিছুটা তুলে নিয়ে বাকিটুকুর মধ্যে সব বাটা মসলা দিয়ে কষিয়ে দই দিন।

এবার চিকেন দিয়ে অল্প আঁচে দমে রাঁধুন। চিকেন সিদ্ধ হলে ঘি ও চিনি দিন। কম আঁচে রাখুন। তেল ওপরে উঠলে নামিয়ে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন টক-মিষ্টি লেমন চিকেন।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি