রেস্টুরেন্টে খাবার সরবরাহ করবে রোবট
প্রকাশিত : ১৭:৫২, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৫৩, ২৬ আগস্ট ২০১৮
নেপালে রোবোটিক রেস্টুরেন্ট চালু হয়েছে। চীন ও বাংলাদেশের পর রোবট রেস্টুরেন্ট চালু হলো নেপালে৷ নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে খাবার পরিবেশন করে থাকে এই যন্ত্র মানবরা ৷
রোবটিক এই রেস্টুরেন্টের নাম দ্য নাউলো৷ নেপালি ভাষায় নাইলো শব্দের অর্থ হচ্ছে নতুন ৷ ‘হোয়ার দ্য ফুড মিটস টেকনোলজি’ এই মন্ত্র নিয়ে পথ চলা শুরু রেস্টুরেন্টের ৷ নাউলোতে পাঁচজন রোবট ‘চাকরি’ করে ৷ তিনজনের নাম জিনজার ও দু’জনের নাম ফেরি ৷
নাইলোতে সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া ৷ সব টেবিলে ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে মেনু ৷ সেখান থেকে পছন্দসই খাবারের অর্ডার দেন কাস্টমাররা ৷ সেই অর্ডার সোজা চলে যায় রেস্টুরেন্টের কিচেনে ৷ খাবার তৈরি হলে তা টেবিলে পৌঁছে দেয় দায়িত্বপ্রাপ্ত রোবটরা ৷
রেস্টুরেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রোবটগুলো ডিজাইন ও ম্যানুফ্যাকচারার পালি টেকনোলজি নামে একটি নেপালি কোম্পানি ৷ এই কোম্পানি রোবট তৈরিতে পারদর্শী৷ এর আগে পরি নামে একটি রোবট বানায় তারা ৷ সেই রোবটকে একটি ব্যাংকে নিয়োগ করা হয় ৷ যার কাজ ছিল ক্লায়েন্টের সঙ্গে সংযোগ স্থাপন করা ৷ ইংরেজি ও নেপালি ভাষায় দক্ষ পালি ক্লায়েন্টদের সঙ্গে গল্প-গুজব ও হাসি ঠাট্টা করতো ৷
(সূত্রঃকলকাতা২৪ ঘণ্টা)
কেআই/