ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

রোকনুজ্জামান খান দাদাভাইয়ের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৬:৫৭, ৩ ডিসেম্বর ২০২০

বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও শিশুসংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের আজকের এই দিনে তিনি ঢাকায় মারা যান। দাদাভাইয়ের পৈতৃক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভবানীপুর গ্রামে। তিনি ১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশবে মাকে হারিয়ে তিনি নানাবাড়িতে বড় হন। পড়াশোনা করেন পাংশা জর্জ স্কুলে।

রোকনুজ্জামান কলকাতার দৈনিক ইত্তেহাদ, শিশু সওগাত এবং ঢাকার দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ১৯৫৫ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দেন এবং ‘দাদাভাই’ ছদ্মনামে শিশুদের পাতা ‘কচি-কাঁচার আসর’ সম্পাদনা শুরু করেন। আমৃত্যু তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। এ থেকেই তিনি ‘দাদাভাই’ নামে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন।

রোকনুজ্জামান খান অনেক কবিতা ও ছড়া লিখেছেন। দাদাভাইয়ের বড় অবদান ‘কচি-কাঁচার মেলা’ নামে জাতীয় শিশুসংগঠন প্রতিষ্ঠা।

তার বিখ্যাত শিশুতোষ রচনা হচ্ছে- ‘হাট্টিমা টিম টিম’, ‘খোকন খোকন ডাক পাড়ি’ ও ‘আজব হলেও গুজব নয়’।

রোকনুজ্জামান খান দাদাভাই সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ বাংলা একাডেমি, শিশু একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি