রোজাদারের দৈনন্দিন জীবন কেমন হওয়া উচিৎ? (ভিডিও)
প্রকাশিত : ১০:১২, ৮ এপ্রিল ২০২২
মাহে রমজানে একজন রোজাদারের দৈন্দিন জীবন কেমন হওয়া উচিৎ?
মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দীকীয়া কামিল মাদ্রাসার মুফতি আলমগীর হোসেন আনসারি বলেন, মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষকরে মাহে রমজানের। কারণ অন্য সময়ের চেয়ে এই সময়ের গুরুত্ব আল্লাহার কাছে অনেক বেশি।
সে কারণে মাহে রমজানের প্রতি দিনের ২৪ ঘণ্টার প্রতিটি ঘণ্টার, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড একজন মুমিক মোত্তাকি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোত্তম পদ্ধতিতে লালন করবে পালন করবে। সে অনুযায়ী জবন গঠন করবে।
ঘম থেকে যখন সেহরী খাওয়ার জন্য উঠবেন তখন একটু তাড়াতাড়ি উঠতে হবে। যাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। এতে তাহাজ্জুদের মত গুরুত্বপূর্ণ একটি আমল দিয়ে দিন শুরু করা যাবে।
এভাবে সারাদিনের ফরজ, সুন্নত ও নফল ইবাদত পালনের মধ্যদিয়ে আমল করতে হবে।
এসবি/