ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোনালদো যেকোনো মুহূর্তে যেকোনো দলের জন্য চ্যালেঞ্জ: ইনিয়েস্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.


পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যখন মিশরের তারকা মোহাম্মদ সালাহকে প্রশংসায় ভাসিয়েছেন তখন তাঁর গুণগানে পঞ্চমুখ
স্পেনের তারকা আন্দ্রে ইনিয়েস্তা। তিনি মনে করেন, পর্তুগাল এমনই একটা দল যারা কোনো ম্যাচ হারতে মাঠে নামে না। ওদের বিরুদ্ধে সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে।
আর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে স্পেনের কিংবদন্তি ফুটবলারের মন্তব্য, একজন সম্পূর্ণ ফুটবলার বলতে যা বোঝায়, রোনালদো হচ্ছে ঠিক তাই। ও যে কোনও সময়, যে কোনো দলকে বড় ঝামেলায় ফেলে দিতে পারে। এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইনিয়েস্তা।
প্রসঙ্গত শুক্রবার রাতে বিশ্বকাপে পর্তুগাল তাদের প্রথম ম্যাচ খেলবে স্পেনের বিরুদ্ধে। এই ম্যাচের ফল যাই হোক, রোনালদোদের নক আউট পর্যায়ে না যাওয়ার কোনো কারণ নেই। কারণ স্পেন বাদে গ্রুপে তাদের লড়াই মরক্কো আর ইরানের সঙ্গে।
সূত্র : আনন্দবাজার।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি