রোনালদোকে ছাড়া ভালো খেলে না পর্তুগাল : সান্তোস
প্রকাশিত : ১৪:৩৩, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩৫, ৪ জুলাই ২০১৭
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগাল ভালো খেলে না বলে জানিয়েছে দেশটির কোচ ফের্নান্দো সান্তোস।
``আমি মনে করি না, বিশ্বের সেরা খেলোয়াড় ছাড়া পর্তুগাল বেশি ভালো খেলে। আমরা তার কাছ থেকে দলকে কিংবা দল থেকে তাকে আলাদা করতে পারি না।‘’
৩২ বছর বয়সী রোনালদোর গুরুত্ব প্রসঙ্গে পর্তুগালকে ইউরো জেতানো এই কোচ বলেন, বিশ্বের সেরা সবসময়ই বিশ্বের সেরা। তাকে ছাড়া পর্তুগাল বেশি ভালো খেলে না।
মেক্সিকোকে হারিয়ে কনফেডারেশন্স কাপে তৃতীয় হওয়ার পর তিনি বলেন, রোনালদোকে নিয়ে তার দল আরও বেশি ভালো খেলে।
মস্কোয় রোববার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা আদ্রিয়ান সিলভার গোলে মেক্সিকোকে ২-১ গোলে হারায় পর্তুগাল।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সেমি-ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারের পর যমজ সন্তানকে দেখতে চলে আসেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো। তাকে ছাড়াই মেক্সিকোকে হারায় দল। কিন্তু চারবারের বর্ষসেরা ফুটবলারকে ছাড়া পর্তুগালের খেলা যে মনে ধরে না, অকপটেই তা জানালেন সান্তোস।
গত বছর ইউরো জয়ের মতো আরও সাফল্য পেতে পর্তুগাল মুখিয়ে আছে বলে জানালেন সান্তোস। আগামী বছর রাশিয়া বিশ্বকাপে ভালো কিছু করা নিয়েও আশাবাদী তিনি। সূত্র : বিবিসি বাংলা।
আর/ডব্লিউএন