ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোনালদোকে ছাড়াই পর্তুগালের সহজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ১৯ নভেম্বর ২০২২ | আপডেট: ১৫:৫৯, ১৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল শুরুর প্রস্তুতিটা দারুন হলো পর্তুগালের। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই পর্তুগাল ৪-০ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে।

শুক্রবার পর্তুগালের জয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস। একটি করে গোল করেন গনসালো রামোস ও হোয়াও মারিও।

পেটের পীড়ার কারণে শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তবে ম্যাচে রোনালদোর অভাব টের পেতে দেননি দলের সতীর্থরা। 

৯ মিনিটে ম্যাচের প্রথম গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ফার্নান্দেস। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস।

প্রস্তুতি ম্যাচ বলে দ্বিতীয়ার্ধে ছয়টি পরিবর্তন আনেন  কোচ ফার্নান্দো সান্তোস। বদলি হিসেবে নেমেই গোল পেয়ে যান রামোস। শেষ ১০ মিনিটে পর্তুগালের হয়ে গোল করেন রামোস ও মারিও। শেষ পর্যন্ত এক হালি গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

ম্যাচের পর স্কাই স্পোটর্সকে পর্তুগাল কোচ ফার্নান্দেস বলেন, ‘এই জয় মূল পর্বে ঘানার বিপক্ষে প্রথম ম্যাচের আগে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দিবে। আমরা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত।’

আগামী ২৪ নভেম্বর ‘এইচ’ গ্রুপে ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। গ্রুপের অন্য দুই দল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি