ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার সময় এসেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ২০ জানুয়ারি ২০১৮

স্বনামধন্য ফুটবল লেখক বেন হাওয়ার্ড  সাম্প্রতিক সময়ে রিয়াল মাদদ্রিদের তারকা ফুটবলার রোনালদোর পারফর্মেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি প্রশ্ন তোলেন, রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার সময় কি এসে গেছে?

তিনি বলেন, নামটা ক্রিস্টিয়ানো রোনালদো বলেই কি এখনো জায়গা পাচ্ছেন একাদশে? অন্য কেউ হলে তাঁর যে রেকর্ড, তাতে যেকোনো কোচ কি বেঞ্চ গরম করার জন্য পাঠিয়ে দিতেন না?

গোলডটকমে লেখা তাঁর এক কলামে এ তথ্য উঠেছে। রোনালদো যে মাদ্রিদের একাদশের বাইরে এখন আর অচিন্তনীয় নন এই তার প্রমাণ।’

তিনি তার লেখায় গত মৌসুমের সাফল্যের রেশ ধরে রেখে এই মৌসুমে রোনালদোর শুরুটা উল্লেখ করেছেন। রেফারিকে ধাক্কা মেরে ৫ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে দারুণ খেললেও লিগে যে আশ্চর্য পতন হয়েছে এই মহাতারকার, সেটি তুলে ধরেছেন। পর্তুগিজ অধিনায়ক এই মৌসুমে লা লিগায় মাত্র ৪ গোল করেছেন। এর দুটি আবার পেনাল্টি থেকে।

এবার লিগে মোট ৯৪টি শট নিয়েছেন রোনালদো। এর মধ্যে দুই-তৃতীয়াংশ শট ছিল লক্ষ্যভ্রষ্ট। গোলে শট মাত্র ৩৪টি। লক্ষ্যে নেওয়া শটেরও মাত্র ১২ শতাংশ গোলে রূপান্তর করতে পেরেছেন। যেখানে বার্সেলোনায় নতুন যোগদান করা পাউলিনহো তাঁর থেকে কম খেলে গোল করেছেন ৮টি। তাঁর থেকে অনেক কম সময় খেলে সিমন জাজা এবং সেদ্রিক বাকাম্বু গোল করেছেন যথাক্রমে ১০টি ও ৯টি।

একটা সময় ছিল রোনালদো প্রতি মাসে কতটি  গোল করেছেন তা হিসাব করার জন্যই ক্যালকুলেটর লাগত। কিন্তু এখন প্রতি মাসে একটি করে গোল হিসাব করতে হচ্ছে।

 লা লিগায় এ পর্যন্ত ১২৪৬ মিনিট খেলেছেন। একেকটি গোল করতে ৩১২ মিনিট করে সময় নিচ্ছেন। ১৪ ম্যাচে ৪ গোল। অর্থাৎ গড়ে চার ম্যাচে একটি করে গোল! অথচ এই রোনালদো লিগে ২৯৮ গোল করেছেন।

সূত্র: গোলডটকম

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি