ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ৭ অক্টোবর ২০১৮

ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠলেও মনের দৃঢ়তা হারাননি তিনি। শনিবার তার গোলেই উদিনেসের বিপক্ষে  ২-০ গোলে জয় পেয়েছে তার দল জুভেন্টাস।

এ জয়ের মাধ্যমে টানা আট ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল জুভেন্তাস। রোনাল্ডো ছাড়া জুভেন্টাসের অন্য গোলদাতা হলেন রদ্রিগো বেনতাঙ্কুর।

তেত্রিশ মিনিটে জুভেন্তাস রাইটব্যাক জোয়াও ক্যানসেলোর ক্রসে মাথা ছুঁইয়ে দলকে প্রথম গোল এনে দেন রদ্রিগো বেনতাঙ্কুর। এই গোলের ঠিক চার মিনিট পরেই জুভেন্টাসের হয়ে গোল করেন রোনালদো।

পর্তুগিজ ফরোয়ার্ডকে উদিনেস বক্সে বল বাড়িয়েছিলেন মারিয়ো মাঞ্জুকিচ। যে বল ধরেই বাঁ পায়ে গোল করেন সি আর সেভেন। তবে প্রথমার্ধে ২-০ এগিয়ে যাওয়ার পরে দ্বিতীয়ার্ধে কোনো গোল আর করতে পারেনি মাসিমিলিয়ানো আলেগ্রির দল। সহজ সুযোগ নষ্ট করেন পাওলো দিবালা। না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

ম্যাচের পরে জুভেন্টাস ম্যানেজার ম্যাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, ‘মাঠের বাইরে যে পরিস্থিতিই রোনাল্ডোর সামনে আসুক না কেন, মাঠে নামলেই ও বদলে যায়। তখন গোল করে দলকে জেতাতেই মনোনিবেশ করে। এ দিন যেমন তা করে দেখাল রোনাল্ডো।

তিনি বলেন, ‘গত তিন মাস ধরে খুব কাছ থেকে রোনাল্ডোকে দেখছি। কিন্তু গত ১৫ বছরে মাঠে ও মাঠের বাইরে ফুটবল নিয়ে ওর আবেগ ও দায়বদ্ধতা মুগ্ধ করার মতোই।’

গত সোমবারেই প্রাক্তন মার্কিন মডেল ক্যাথরিন মেয়োর্গাকে যৌন হেনস্থার অভিযোগে রোনাল্ডোর বিরুদ্ধে ফের তদন্ত শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, নয় বছর আগে মার্কিন মুলুকের লাস ভেগাসে নাকি সংশ্লিষ্ট মডেলকে যৌন হেনস্থা করেছিলেন।

সূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি