ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রোনালদোর গোলে জয় পেলো জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৩৪, ২৮ অক্টোবর ২০১৮

আবারও রোলালদোর জোড়া গোলে জয় এনে দিলে জুভেন্টাসের। এনিয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন এই তারকা খেলোয়াড়।  শনিবার সিরি এ’তে তার জোড়া লক্ষ্যভেদে এম্পোলিকে ২-১ গোলে হারাল জুভেন্টাস।

আগের ম্যাচে জেনোয়ার বিপক্ষে গোল করেও পয়েন্ট হারানোর দুঃখ পেতে হয়েছিল পর্তুগিজ উইঙ্গারকে। এবার পিছিয়ে পড়া জুভেন্টাসকে একাই জেতালেন ৩৩ বছর বয়সী তারকা।

কাউন্টার অ্যাটাক থেকে ২৮ মিনিটে বাঁকানো শটে ওজচেখ শেসনিকে পরাস্ত করেন ফ্রান্সেস্কো কাপুতো। ওই গোলে এগিয়ে যায় এম্পোলি।

১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জুভেন্টাস ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। নিজেদের বক্সে পাউলো দিবালাকে ফাউল করেন এম্পোলির ইসমাইল বেনাকের। ৫৪ মিনিটের ওই পেনাল্টি থেকে জুভদের সমতায় ফেরান রোনালদো।

১৫ মিনিটে পর দলকে এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ডিবক্সের কিছুটা বাইরে থেকে দুর্দান্ত এক শটে ইভান প্রোভেদেলের মাথার উপর দিয়ে জালে বল জড়ান রোনালদো।

 টিআর/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি