ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:২৮, ৩০ ডিসেম্বর ২০১৮

জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার নৈপুণ্যে সেরি আয় বছরের শেষ ম্যাচে সাম্পদোরিয়াকে হারিয়েছে জুভেন্টাস।

শনিবার ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। এ জয়ে ১৯ ম্যাচে ১৭ জয় ও ২ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল জুভেন্টাস।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের দুই মিনিটের মাথায় পাওলো দিবালার থেকে বল পেয়ে প্রথম গোলটি করেন রোনালদো। কিন্তু ম্যাচের ৩৩তম মিনিটে স্পট কিক থেকে সমতা ফেরায় অতিথিরা। জুভেন্টাস বক্সে বল হাতে লাগে তাদের ফুটবলার এমরে চানের। রেফারি পেনাল্টি দিলে সেখান থেকে গোল করে যান সাম্পদোরিয়ার ফাবিয়ো কোয়াগ্লিয়ারেল্লা। ফলে প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫তম মিনিটে আবারও দলকে এগিয়ে নেন রোনালদো। ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। চলতি লিগ মৌসুমে রোনালদোর এটি ১৪তম গোল। সেইসঙ্গে এটি ছিল এই বছরে জুভেন্টাসের শততম গোল। শেষের দিকে কয়েকটি সুযোগ পেলেও হ্যাটট্রিক পূরণ করতে পারেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি