ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল-নাসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২ মে ২০২৪

সৌদি আরবের কিংস কাপের সেমিফাইনালে বড় জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। যেখানে পর্তুগিজ সুপারস্টার করেছেন জোড়া গোল। তার আরেক সতীর্থ সেনেগালিজ তারকা সাদিও মানে করেছেন একটি গোল। 

সবমিলিয়ে আল-নাসর সেমিফাইনালে ৩-১ গোলে হারিয়েছে আল-খালিজকে। বুধবার রাতে রিয়াদে কিংস কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দু’দল। 

যেখানে শুরুর সপ্তদশ মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নাসরকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে গিয়ে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক, বল আল নাসরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়। দ্রুত ছুটে গিয়ে শট নেন পর্তুগিজ তারকা।

বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো–মানেরা। ৩৭তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারের ডি বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় নাসর। রোনালদো নিজে না নিয়ে সেটি দিয়ে দেন সতীর্থ মানেকে। কোনাকুনি স্পট-কিকে সফল হন সাবেক এই লিভারপুল ফরোয়ার্ড। ফলে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসর।

বিরতি থেকে ফিরে ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। সতীর্থের ফ্লিকে গোলমুখে বল পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে আর কোনো ভুল করেননি পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার। 

এই গোলের মধ্যদিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল ৩৮–এ পৌঁছে গেল।

শেষদিকে এক গোল করে ব্যবধান কমায় খালিজ। ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত আর ভিন্ন কিছু ঘটেনি। 

আগামী ৩১ মে কিংস কাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল হিলালের মুখোমুখি হবেন রোনালদোরা। এর আগে আল-নাসর ছয়বার কিংস কাপের শিরোপা জিতেছিল। শেষবার তারা চ্যাম্পিয়ন হয় ১৯৮৯-৯০ মৌসুমে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি